Entertainment/Events

চার ধামে শ্রীরামকৃষ্ণ

কলকাতা, ১৯ই ফেব্রুয়ারি : শ্রীরামকৃষ্ণ। কলকাতা শহর তাঁর অন্যতম লীলাস্থল। এই শহরে বহু স্মৃতি ছড়িয়ে আছে তাঁর। আছে সেইসব বাড়ি, যেখানে শ্রীরামকৃষ্ণ এসেছিলেন। যেমন বাগবাজা,রের বলরাম বসুর বাড়ি, এখানে ঠাকুর এসেছেন ১০৮ বার। তিনি নিজেই বলতেন, বলরামের বাড়ি আমার বৈঠক্ষানা। আরো বলতেন, বলরামের বাড়িতে শ্রীজগন্নাথদেবের পুজো হয়, এ বাড়ির অন্ন শুদ্ধ অন্ন। বসুবাড়ির রথযাত্রায় দোতলার বারান্দায় রথও টেনেছেন ঠাকুর। শ্যামবাজার এলাকায় ঠাকুর ছিলেন ৭০দিন।

স্বামী সুবীরানন্দ, জেনারেল সেক্রেটারি, বেলুর মঠ




এখানেই কালী রূপে ভক্তদের পুজো নিয়েছিলেন তিনি। এই বাড়িতেই তাঁর সঙ্গে সাহেবের ছদ্মবেশে দেখা করেছিলেন নটী বিনোদিনী।কাশীপুরের উদ্যানবাটী ঠাকুরের শেষ লীলাস্থল। এখানেই তিনি কল্পতরু হয়ে আশীর্বাদ করেছিলেন তাঁর ভক্তদের। বলেছিলেন, ‘তোমাদের চৈতন্য হোক।’ এছাড়াও ঠাকুর এসেছেন কলকাতার বাদুড়বাগানে, বিদ্যাসাগরের বাড়ি। দেখা করেছেন কেশব সেন, দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে। মানত করেছেন সিদ্ধেশ্বরী কালীবাড়িতে। এই শহর বুকে ধরে রেখেছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের চরণচিহ্ন।  তাঁর সেই কলকাতা-লীলার কাহিনি নিয়েই এবারের নিউজ সিরিজ ‘চার ধামে শ্রীরামকৃষ্ণ।’ টিভি নাইন বাংলায়, রাত, ১০টা।

(This story has not been edited by News Mania staff and is published from a media release ,TV9 Bangla.)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button